রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
- By Jamini Roy --
- 09 October, 2024
স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার (৯ অক্টোবর) ঘোষণা করেছে, এ বছর রসায়নে নোবেল পুরস্কার যৌথভাবে পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র), ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য) এবং জন এম. জাম্পার (যুক্তরাজ্য)। প্রোটিন ডিজাইন ও স্ট্রাকচার প্রেডিকশনের ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন নিয়ে গবেষণার জন্য পুরস্কারের অর্ধেক প্রদান করা হবে। বাকি অর্ধেক যৌথভাবে পাবেন ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পার, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রোটিনের কাঠামো পূর্বাভাস দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন। বিশেষত, তাদের প্রযুক্তি প্রোটিনের জটিল গঠন অনুমানের সমস্যাকে সমাধান করেছে, যা বিজ্ঞানীদের ৫০ বছরের পুরনো একটি চ্যালেঞ্জ ছিল।
ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক। ডেমিস হাসাবিস এবং জন জাম্পার, উভয়েই গুগলের ডিপমাইন্ড গবেষণাকেন্দ্রের সঙ্গে যুক্ত, যেখানে তারা এআই-ভিত্তিক প্রোটিন পূর্বাভাস পদ্ধতি উন্নয়নে কাজ করেছেন।
নোবেল পুরস্কার বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার এবং বাকী অর্ধেক হাসাবিস ও জাম্পারের মধ্যে ভাগাভাগি হবে।
২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের এই অর্জন জীববিজ্ঞানের অগ্রগতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।